দেওয়ানগঞ্জ থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ
জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত কবীরকে ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনী কার্যক্রম থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
শুক্রবার (২৮ জানুয়ারি ইসির নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশনা দিয়েছে ইসি। আগামী ৩১ জানুয়ারি ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিজ্ঞাপন
উপ-সচিব মো. মিজানুর রহমান জানান, ওসি মো. মহব্বত কবীরকে ভোটের দায়িত্ব থেকে প্রত্যাহারের নির্দেশনা দেওয়া হয়েছে। ইসির আদেশটি পুলিশ মহাপরিদর্শকের কাছে পাঠানো হয়েছে।
ইসির নির্দেশনায় বলা হয়েছে, ইউনিয়ন পরিষদ নির্বাচনকালীন সময়ে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহব্বত কবীরকে নির্বাচনী কার্যক্রম থেকে প্রত্যাহার করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন। ওই সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশিত হয়ে অনুরোধ করা হলো।
বিজ্ঞাপন
উল্লেখ্য, এখন পর্যন্ত পাঁচটি ধাপের নির্বাচন সম্পন্ন করেছে ইসি। আগামী ৩১ জানুয়ারি ষষ্ঠ ধাপে আর সপ্তম ধাপে আগামী ৭ ফেব্রুয়ারি এবং ১০ ফেব্রুয়ারি অষ্টম ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। পাঁচ ধাপে এখন পর্যন্ত ৩ হাজার ৭৭৩টি ইউপিতে ভোট সম্পন্ন হয়েছে। অষ্টম ধাপ পর্যন্ত তফসিল দেওয়া হয়েছে ৪ হাজার ১৩৮টি ইউপিতে। সর্বমোট ইউপি হলো ৪ হাজার ৫৭৪টি। ৪৩৬টি ইউপি নিয়ে মামলা ও সীমানা জটিলতা থাকায় নির্বাচন করা সম্ভব হচ্ছে না।
এসআর/এসকেডি