রাজধানীর ডেমরায় ছুরিকাঘাতে সাইফুল ইসলাম (৩০) নামে এক ড্রাম ট্রাক চালককে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২৯ জানুয়ারি) ভোরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চালক নাঈম ঢাকা পোস্টকে বলেন, আমরা সারারাত ড্রাম ট্রাক দিয়ে বালি টানি। আমি তার (সাইফুল) ট্রাক চালাতাম। এখন সে নিজেই চালায়। গভীর রাতে বালি টানার সময় খবর পাই সাইফুল রক্তাক্ত অবস্থায় সাবেক হাসু কমিশনারের বাড়ির গেটের সামনে পড়ে আছে। ঘটনাস্থলে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে ডেমরা থানায় খবর দিই। পরে থানা থেকে একটি টিম গিয়ে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে যায়। নেওয়ার পর সাইফুল ইসলাম মারা যায়।

নিহত সাইফুলের ভাগিনা ফারুক আলী ঢাকা পোস্টকে বলেন, গভীর রাতে আমরা খবর পেয়ে ঢাকা মেডিকেলে আসি।এসে দেখি আমার মামা আর নেই। কে বা কারা আমার মামাকে ছুরিকাঘাত করে হত্যা করেছে সেটা এখনো জানা যায়নি। 

বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) হারেস ঢাকা পোস্টকে বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছুরিকাঘাতে ওই ট্রাক চালককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। 

এসএএ/এসকেডি