টেক্সটাইল শিল্প, ফার্মাসিউটিক্যাল, তথ্যপ্রযুক্তি এবং কৃষি ক্ষেত্রে সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের ওপর জোর দিয়েছে বাংলাদেশ- উজবেকিস্তান।

শুক্রবার (২৮ জানুয়ারি) উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জাহাঙ্গীর আলম তাসখন্দে দেশটির চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির চেয়ারম্যান মো. আদকাম ইখামোভিচ ইকরামোভের সঙ্গে বৈঠক করেন। এ সময় তারা এসব সেক্টরে দু’দেশের সহযোগিতা নিয়ে আলোচনা করেন।

উজবেকিস্তানের বাংলাদেশ দূতাবাস সূত্রে এ তথ্য জানা গেছে।

রাষ্ট্রদূত জাহাঙ্গীর চেম্বার অব কমার্সের চেয়ারম্যানকে বাংলাদেশ ও উজবেকিস্তানের মধ্যে কাউন্সিলের সদস্যদের একটি তালিকা দেওয়া অনুরোধ করেন, যাতে সম্ভাব্য সব ক্ষেত্রে বাণিজ্য ও বিনিয়োগ, রপ্তানি-আমদানি এবং উদ্যোক্তা বৃদ্ধি করা যায়। পাশাপাশি তিনি চলতি বছরের এপ্রিলে ঢাকায় উজবেকিস্তানের প্রতিনিধি দলের সফরে দেশটির স্বনামধন্য ব্যবসায়ীদের যোগদান এবং বিনজেন ফোরামকে বিটুবি এবং জিটুবি মিটিং আয়োজনের আহ্বান জানান। 

বৈঠকে উজবেকিস্তানের চেম্বার অব কমার্সের চেয়ারম্যান ঢাকা ও তাসখন্দের মধ্যে ব্যবসায়িক সহযোগিতা জোরদার এবং অর্থনৈতিক সম্পর্ক বিকাশের জন্য দুই দেশের চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মধ্যে মিথষ্ক্রিয়া প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। এছাড়া বৈঠকে রাষ্ট্রদূত ও চেয়ারম্যান দু’দেশের ব্যবসায়ীদের মধ্যে যৌথ ইভেন্ট এবং ব্যবসায়ীদের মিউচুয়াল সফর নিয়ে মতবিনিময় করেন।

এনআই/এসএম