রাজধানীর তেজগাঁওয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে কাজ করার সময় গার্ডারের চাপায় হাসান (৪৫) নামে এক শ্রমিক নিহত হয়েছে।

বুধবার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটায় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত হাসানের সহকর্মী শামীম ঢাকা পোস্টকে বলেন, তেজগাঁওয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ের গার্ডার ওঠানোর সময় চাপা পড়ে হাসান গুরুতর আহত হয়। হাসানের বাড়ি চাঁদপুরে।

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি তেজগাঁও থানাকে জানানো হয়েছে।

এসএএ/আইএসএইচ