বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব ও দেশের প্রখ্যাত আলেম প্রফেসর মাওলানা মোহাম্মদ সালাহউদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

তিনি বলেন, শুধু স্বদেশেই নন বরং এই উপমহাদেশের আলেম সমাজসহ সবার হৃদয়ে স্থান করে নিয়েছিলেন তিনি।

বৃহস্পতিবার রাতে এক শোক বার্তায় ডিএসসিসি মেয়র মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এ কথা বলেন।

শোকবার্তায় মেয়র তাপস বলেন, মাওলানা মোহাম্মদ সালাহউদ্দিন সর্বজন শ্রদ্ধেয় আলেমেদ্বীন। তিনি শুধু স্বদেশেই নন বরং এই উপমহাদেশের আলেম সমাজসহ সবার হৃদয়ে স্থান করে নিয়েছিলেন। অসাধারণ মেধা, প্রজ্ঞা, বাগ্মিতা, পবিত্র কুরআন-হাদিসে তার দখল, অধ্যাপনা ও বিশদ ব্যাখ্যার জন্য তিনি দেশ-বিদেশের ধর্মপ্রাণ মুসলমানদের অন্তরে স্থান করে নিয়েছিলেন। দীনি খেদমতে তার দরদ, ভালবাসা ও পাণ্ডিত্যের জন্য দেশ ও জাতির অন্তরে তিনি অমর হয়ে থাকবেন।

শোকবার্তায় মেয়র ব্যারিস্টার শেখ তাপস মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

প্রসঙ্গত, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা সালাহউদ্দিন আর নেই। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে তার মৃত্যুবরণ করেন তিনি।

এএসএস/ওএফ