ধানমন্ডিতে অজ্ঞান পার্টির খপ্পরে সিএনজি চালক
রাজধানীর ধানমন্ডিতে জাকির হোসেন (৩৭) নামে এক সিএনজি চালক অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন। শনিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৪টায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) অর্মিতা ঢাকা পোস্টকে বলেন, আমরা ৯৯৯ এ ফোন পেয়ে ধানমন্ডির ১৫ নম্বরে যাই। সেখান থেকে অজ্ঞান অবস্থায় সিএনজির ভেতর থেকে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে তার পাকস্থলী পরিষ্কার করে মিডফোর্ড হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, এখনো তার জ্ঞান ফেরেনি। তার সিএনজি আমাদের ধানমন্ডি থানায় জমা আছে। তার বাড়ি কিশোরগঞ্জ জেলায় বলে আমরা জানতে পেরেছি। জ্ঞান ফিরলে ঘটনার বিষয়ে জানা যাবে।
এসএএ/আইএসএইচ
বিজ্ঞাপন