মাদক বিরোধী অভিযানে রাজধানীর ভাটারা থেকে ৭১৮ ক্যান বিয়ার ও গাজীপুর মহানগরীর সদর থানা এলাকা হতে ৪১ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে র‌্যাব-১ এর সহকারী পরিচালক (অপস্ অফিসার) সহকারী পুলিশ সুপার নোমান আহমদ জানান, র‌্যাব-১, এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কতিপয় মাদক কারবারি ঢাকা হতে প্রাইভেটকার দিয়ে অবৈধ মাদকদ্রব্য বিয়ার নিয়ে নারায়ণগঞ্জ জেলার দিকে যাচ্ছে। 

ওই সংবাদের ভিত্তিতে দলটি শনিবার সকাল সোয়া ৬টায় ডিএমপির ভাটারা থানাধীন নতুন বাজার ১০০ ফিট রোড মাদানি এভিনিউতে চেকপোস্ট স্থাপন করে ফরহাদ আলী (২৭) নামে এক মাদক কারবারি আটক করে। এ সময় তার নিকট হতে ৭১৮ ক্যান বিয়ার এবং একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

র‌্যাব-১ এর অপর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১১টার দিকে গাজীপুর সদর থানাধীন আ ক ম মোজাম্মেল হক রোডের নাহার ভ্যারাইটিজ স্টোরের সামনে অভিযান পরিচালনা করে তারেক হোসেন (২৮) নামে এক মাদক কারবারিকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৪১ বোতল ফেনসিডিল ও ২ টি মোবাইল ফোন জব্দ করা হয়। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জেইউ/আইএসএইচ