বিমানবন্দরে ট্রেনে কাটা পড়ে হোমিও কলেজ শিক্ষার্থীর মৃত্যু
রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশন এলাকায় কিশোরগঞ্জগামী ট্রেনে কাটা পড়ে আব্দুল্লাহ (২৫) নামে এক হোমিও কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
সোমবার (৭ ফেব্রুয়ারি) দুপুর পৌনে একটার দিকে এই ঘটনা ঘটে। পরে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
আব্দুল্লাহকে উদ্ধার করে নিয়ে যাওয়া বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ি কনস্টেবল মমিনুল ঢাকা পোস্টকে বলেন, ঢাকা থেকে কিশোরগঞ্জ এক্সপ্রেস বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা দেওয়ার কিছুক্ষণ পরেই রেললাইন পার হওয়ার সময় কাটা পড়ে আব্দুল্লাহ।
নিহত আব্দুল্লাহর চাচাতো ভাই আব্দুর রহিম ঢাকা পোস্টকে বলেন, তিনি গোপীবাগ এলাকার একটি হোমিও কলেজের শিক্ষার্থী ছিলেন। ঢাকায় সে একাই থাকতেন। তার দুই বছরের একটি কন্যাসন্তান আছে। তার বাড়ি টাঙ্গাইল জেলার কালিহাতি থানার কস্তুরী পাড়া এলাকায়। সে ওই এলাকার দানেশ আলীর ছেলে।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি বিমানবন্দর রেলওয়ে পুলিশ দেখছে।
এসএএ/আইএসএইচ