‘বঙ্গবন্ধু শেখ মুজিব স্ট্রিটের’ উদ্বোধন

পূর্ব আফ্রিকার দেশ মরিশাসের রাজধানী সেন্ট লুইসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি সড়কের নামকরণ করা হয়েছে। এটি বঙ্গবন্ধুর নামে বিদেশের মাটিতে তৃতীয় কোনো সড়ক।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) মরিশাসে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন এবং মরিশাসের দ্য সিটি কাউন্সিল অব পোর্ট লুইস আয়োজিত এক অনুষ্ঠানে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব স্ট্রিটের’ উদ্বোধন করা হয়।

এদিকে মরিশাসের প্যারাডাইজ আইল্যান্ডের রাজধানী পোর্ট লুইসে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে সড়কের নামকরণ করায় বাংলাদেশ সরকার, জনগণ এবং নিজের পক্ষ থেকে মরিশাস সরকার, জনগণ এবং কোভিড-১৯ মহামারির মধ্যে যারা এই কাজ করতে পরিশ্রম করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনুষ্ঠানে দেয়া ধারণকৃত ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ও মরিশাস দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক স্তরে দুর্দান্ত সম্পর্ক উপভোগ করছে। জনগণের কল্যাণ ও সমৃদ্ধি বজায় রাখার ক্ষেত্রে আমরা একই মূল্যবোধ, নীতি ও আকাঙ্ক্ষাগুলো ভাগাভাগি করি। আমরা আঞ্চলিক এবং আন্তর্জাতিক ফোরামে একে অপরকে সমর্থন করি।’

বঙ্গবন্ধুকন্যা বলেন, ‘আমি বিশ্বাস করি, পরের বছর ভারত মহাসাগর রিম অ্যাসোসিয়েশনের সভাপতিত্বকারী বাংলাদেশ সামনের দিনগুলোতে আমাদের সহযোগিতা এবং বোঝাপড়ার সম্পর্ককে আরও সুদৃঢ় করার জন্য কাজ করবে।’

মরিশাসের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘বর্তমানে মরিশাসে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জন্য এটি একটি অত্যন্ত গর্বের মুহূর্ত। ‘বঙ্গবন্ধু শেখ মুজিব স্ট্রিট’ আমাদের দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতীক। দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে আমরা একসঙ্গে পথ চলতে প্রতিশ্রুতিবদ্ধ।’

এর আগে প্রতিবেশী দেশ ভারতের দিল্লি ও কলকাতায় বঙ্গবন্ধুর নামে সড়কের নামকরণ করা হয়েছিল। এছাড়া কম্বোডিয়ার রাজধানী নমপেনের প্রধান সড়কের নাম বঙ্গবন্ধুর নামকরণে হওয়ার বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ২০১৭ সালের শেষের দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটি সফর করার সময় এই ঘোষণা দেয় কম্বোডিয়ার সরকার।

অনুষ্ঠানে মরিশাসের উপ-প্রধানমন্ত্রী এবং স্থানীয় সরকার ও দুর্যোগ-ঝুঁকি ব্যবস্থাপনাবিষয়ক মন্ত্রী মোহাম্মদ আনোয়ার হুসনু অংশ নেন।

এছাড়াও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক কামাল আবদুল নাসের চৌধুরীও অনুষ্ঠানে যুক্ত ছিলেন।

এনআই/টিএম/এফআর