চট্টগ্রামের বন্দর এলাকায় ৯ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত মো. আরিফ শেখকে (২৮) বাগেরহাট থেকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৭ ফেব্রুয়ারি) রাতে বাগেরহাটের মোড়লগঞ্জের কালিকাপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। 

ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার এসআই কিশোর মজুমদার। তিনি বলেন, ধর্ষণের মামলায় একবার গ্রেফতার হয়ে তিন বছর জেল খেটে চট্টগ্রাম থেকে পালিয়ে বাগেরহাটে চলে গিয়েছিলেন আরিফ। সেখানে গিয়ে ভাড়ায় ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন তিনি। 

তিনি বলেন, ২০১২ সালের ৭ ডিসেম্বর আরিফ তৃতীয় শ্রেণি পড়ুয়া এক শিশুকে ধর্ষণ করেছিলেন। এই ঘটনায় বন্দর থানায় মামলা হয়েছিল। তদন্ত শেষে পুলিশ আসামি আরিফ শেখের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। ২০২০ সালের ১৮ মার্চ আদালত আরিফ শেখকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ বছরের কারাদণ্ড দেন। 

কেএম/এনএফ