বাসে হালুয়া খেয়ে বাবা-ছেলে অজ্ঞান, খোয়ালেন লাখ টাকা
রাজধানীর শাহবাগের গোলাপশাহ মাজার এলাকায় গ্যালাক্সি পরিবহনের একটি বাসে হালুয়া খেয়ে বাবা বিল্লাল হোসেন (৫৫) ও ছেলে রাসেল হোসেন (২২) অজ্ঞান হয়ে পড়েছেন। এ সময় তাদের কাছে থাকা এক লাখ টাকা নিয়ে গেছে প্রতারক চক্র।
বুধবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে এ নিয়ে আসা হয়।
বিজ্ঞাপন
অজ্ঞানপার্টির খপ্পরে পড়া মো. রাসেল হোসেন ঢাকা পোস্টকে বলেন, আমি বিদেশ যাওয়ার উদ্দেশে কাগজপত্র জমা দিতে চাঁদপুর থেকে লঞ্চে ঢাকায় আসি। এরপর গ্যালাক্সি পরিবহনে ফকিরাপুল যাওয়ার জন্য বাসে উঠি। বাসে আমাদের হালুয়া খাইয়ে অজ্ঞান করে সঙ্গে থাকা এক লাখ টাকা, পাসপোর্ট এবং কাগজপত্র নিয়ে গেছে প্রতারক চক্র। আমাদের বাড়ি চাঁদপুর জেলার হাইমচর থানা এলাকায়।
বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) সুদীপ কুমার বিশ্বাস ঢাকা পোস্টকে বলেন, আমরা খবর পেয়ে ঢাকা মেডিকেলে আসি। চিকিৎসক তাদের পাকস্থলী ওয়াশ দিয়ে মিটফোর্ড হাসপাতালে রেফার্ড করেছেন। ছেলে রাসেল হোসেন অনেকটা সুস্থ। কিন্তু তার বাবা বিল্লাল হোসেনের এখনও জ্ঞান ফেরেনি। আমরা তার আত্মীয়-স্বজনের সঙ্গে যোগাযোগ করছি তাদের কাছে বুঝিয়ে দেওয়ার জন্য।
বিজ্ঞাপন
এসএএ/জেডএস