নতুন ডিসি পেল ১১ জেলা
বাংলাদেশ সরকার
দেশের ১১ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। জেলাগুলো হলো- চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, চাঁদপুর, লক্ষ্মীপুর, সুনামগঞ্জ, নড়াইল, বরিশাল, বরগুনা, বাগেরহাট ও নারায়ণগঞ্জ।
বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শেখ রাসেল হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
জনস্বার্থে জারি করা এ প্রজ্ঞাপনের আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে।
এর মধ্যে বাগেরহাটের জেলা প্রশাসক মামুনুর রশিদকে কক্সবাজার, বরগুনার জেলা প্রশাসক মুস্তাইন বিল্লাহকে নারায়ণগঞ্জ, প্রধানমন্ত্রী কার্যালয়ে পরিচালক (উপসচিব) মোহাম্মদ মোমিনুর রহমানকে চট্টগ্রাম, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী একান্ত সচিব (উপসচিব) হাবিবুর রহমানকে বরগুনা, স্থানীয় সরকার বিভাগের উপসচিব এ এন এম ফয়জুল হককে বাগেরহাটা, সড়ক ও মহাসড়ক বিভাগের উপসিচব অঞ্জনা খান খান মজলিসকে চাঁদপুর, স্বাস্থ্য-শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব আনোয়ার হোসেন আকন্দকে লক্ষ্মীপুর, প্রধানমন্ত্রী কার্যালয়ে পরিচালক (উপসচিব) জসিম উদ্দিন হায়দারকে বরিশাল, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব (উপসচিব) ইয়াসমিন পারভিন তিবরিজি বান্দরবান এবং মন্ত্রিপরিষদ বিভাগের উপসিচব জাহাঙ্গীর হোসেনকে সুনামগঞ্জের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
উল্লেখ্য, ডিসিরা জেলার প্রধান প্রশাসনিক ও রাজস্ব কর্মকর্তা। তারা জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্বও পালন করেন। একইসঙ্গে তারা আইনশৃঙ্খলা, ভূমিপ্রশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা, সমন্বয় এবং সাধারণ ও স্থানীয় নির্বাচনের ক্ষেত্রে সরকারের প্রতিনিধি হিসেবে কাজ করেন। ডিসিরা নিয়োগ পাওয়া জেলাতে মন্ত্রিপরিষদ বিভাগের প্রতিনিধি।
এসএম