চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর এলাকায় প্রতিপক্ষের হামলায় আহত প্রবাসী মো. ইউসুফ আলী (৪৭) ১১ দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন।

শনিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মিলকী।

তিনি বলেন, ২ ফেব্রুয়ারি পূর্ববিরোধের জের ধরে ইউসুফের ওপর হামলা করে প্রতিপক্ষের লোকজন। এতে তিনি গুরুতর আহত হন। প্রথমে তাকে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তিন দিন আগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়েছে।  

ওসি মাহবুব বলেন, ওই ঘটনায় ইউসুফের স্ত্রী শাহিনুর আকতার বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে রাঙ্গুনিয়া থানায় মামলা দায়ের করেন। এরপর অভিযান চালিয়ে মামুন ও আবু বক্কর নামে দুই জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া এক আসামি আদালত থেকে জামিন পেয়েছেন। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চালছে বলেও জানান ওসি।

তিনি আরও বলেন, আসামিদের সঙ্গে ইউসুফের পরিবারের পূর্ব বিরোধ ছিল। এছাড়া গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউসুফের ভাই নির্বাচন করে পাস করেছে। প্রতিপক্ষের সঙ্গে নির্বাচনের বিরোধও ছিল আসামির। এসবের জের ধরেই আসামিরা ইউসুফের ওপর হামলা চালায়।

জানা যায়, গত ২ ফেব্রুয়ারি সন্ধ্যার দিকে বাড়ি ফেরার পথে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছিলেন ইউসুফ। নিহত ইউসুফ রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বগাবিলি গ্রামের আবদুল হাকিমের ছেলে ও স্থানীয় ইউপি সদস্য আবু তৈয়বের বড় ভাই।

কেএম/জেডএস