চকবাজারে মদিনা আশিক টাওয়ারে আগুন
রাজধানীর চকবাজারে মদিনা আশিক টাওয়ারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
শনিবার রাতে ফায়ার সার্ভিস সদরদপ্তরের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন ঢাকা পোস্টকে বলেন, চকবাজারে ১৬ তলা মদিনা আশিক টাওয়ারের সাততলায় ইমিটেশনের পরিত্যক্ত মালামালে আগুন লাগার খবর পাই সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে।
বিজ্ঞাপন
পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। ৬টা ৩৮ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ ও হতাহতের তথ্য তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
জেইউ/আরএইচ
বিজ্ঞাপন