ইউ‌রোপের দেশ রোমা‌নিয়া আগামী মা‌সে বাংলাদেশে ছয় সদ‌স্যের এক‌টি কনস‌্যুলার প্রতি‌নি‌ধি দল পাঠাচ্ছে। তারা এ সফ‌রে পাঁচ হাজার ভিসা ইস‌্যু কর‌বে।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মো‌মেনের বরাত দি‌য়ে পররাষ্ট্র মন্ত্রণালয় থে‌কে পাঠা‌নো এক ক্ষু‌দে বার্তায় এ তথ‌্য জানা‌নো হ‌য়ে‌ছে।

ক্ষুদে বার্তায় ড. মো‌মেন জানান, শুভ সংবাদ! চূড়ান্তভা‌বে রোমা‌নিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ছয় সদ‌স্যের এক‌টি কনস‌্যুলার প্রতি‌নি‌ধি দল আগামী মা‌সে ঢাকায় পাঠাচ্ছে। তারা ঝু‌লে থাকা ৩ হাজার ৪০০ ভিসাসহ মোট পাঁচ হাজার ভিসা ইস‌্যু কর‌বে। এক্ষেত্রে তা‌দের স্থানীয় সহ‌যো‌গিতা লাগ‌বে।

রোমা‌নিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই প্রথম কো‌নো দে‌শে কনস‌্যুলার টিম পাঠাচ্ছে ব‌লেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

এনআই/এসকেডি