রাজধানীর মোহাম্মদপুরের আদাবর থানার অফিসার ইনচার্জের (ওসি) নাম ভাঙ্গিয়ে দোকান থেকে বাকিতে মালামাল নেওয়ার সময় ভুয়া এক উপ-পরিদর্শককে (এসআই) গ্রেপ্তার করেছে পুলিশ। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোনের মাধ্যমে ওই ভুয়া এসআইকে গ্রেপ্তার করে আদাবর থানা পুলিশ।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় জরুরি সেবা নম্বর-৯৯৯ এর পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য নিশ্চিত করেছেন।

আনোয়ার সাত্তার বলেন, সোমবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মোহাম্মদপুর কৃষি মার্কেট থেকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে এক ব্যক্তি জানান, তিনি মাহমুদ ভ্যারাইটিস ষ্টোর নামে একটি দোকানের মালিক। তার দোকান থেকে প্রায় আধা ঘণ্টা আগে এক ব্যক্তি আদাবর থানার এসআই পরিচয়ে একই থানার ওসির নামে বাকিতে চারটি প্লাস্টিকের চেয়ার নিয়ে যায়। এখন ব্যাক্তিটি আবার এসে চার হাজার টাকা মূল্যের একটি গ্যাসের অটো বার্নার (চুলা) বাকিতে নিয়ে যেতে চাচ্ছে। এরপর ব্যক্তিটির আচরণ সন্দেহজনক মনে হওয়ায় কলার এসআই পরিচয় দেওয়া ব্যক্তির পরিচিতি নিশ্চিত হওয়ার জন্য ৯৯৯ নম্বরে ফোন করেন।

তিনি বলেন, ওই ব্যক্তির কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ এর কলটেকার কনস্টেবল শামীমা মুন্নি। কনস্টেবল শামীমা তাৎক্ষণিকভাবে কলারের সঙ্গে আদাবর থানার অফিসার ইনচার্জকে (ওসি) কথা বলিয়ে দেয়। আদাবর থানার ওসি কাজী শাহিদুজ্জামান কলারকে জানান তিনি এ ধরনের কোনো ব্যক্তিকে বাকিতে পণ্য ক্রয় করার জন্য পাঠাননি। কলারকে তিনি পরামর্শ দেন কৌশলে ওই সন্দেহভাজন ক্রেতাকে আটকে রাখার জন্য।

সংবাদ পেয়ে আদাবর থানার একটি দল অবিলম্বে ঘটনাস্থলে পৌঁছায়। পরে আদাবর থানার এসআই মো. হোসনে মোবারক ৯৯৯ কে জানান তারা ঘটনাস্থল থেকে পুলিশের এসআই পরিচয়দানকারী মো. রাজুকে (৩৮) গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন।

এ সংক্রান্তে থানায় একটি মামলা রুজু করা হয়েছে বলেও তিনি জানান।

এমএসি/আইএসএইচ