সিনথিয়া সিকিউরিটি সার্ভিসেস লিমিটেড নামক নামসর্বস্ব প্রতিষ্ঠানের মাধ্যমে প্রতারণা করে অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীর উত্তরখান এলাকা থেকে চক্রের সাত সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‍্যাব-১ এর একটি দল সুনির্দিষ্ট তথ্য ও গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে রাজধানীর উত্তরখান থেকে তাদের গ্রেফতার করে।

র‍্যাব-১ এর দাবি, প্রতারণাপূর্বক বিপুল সংখ্যক চাকরিপ্রার্থীদের অর্থ আত্মসাৎ করেছে চক্রটি।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বলেন, রোববার (২১ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে। 

জেইউ/জেডএস