কেন্দ্রীয় শহীদ মিনারে রূপালী ব্যাংকের শ্রদ্ধাঞ্জলি
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক লিমিটেড।
সোমবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে ব্যাংকের চেয়ারম্যান কাজী ছানাউল হক এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ কেন্দ্রীয় শহীদ মিনারে এ শ্রদ্ধা নিবেদন করেন।
বিজ্ঞাপন
রূপালী ব্যাংকের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
এ সময় ডিএমডি মোহাম্মদ জাহাঙ্গীর, মো. শওকত আলী খান এবং খান ইকবাল হোসেন উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
এছাড়াও রূপালী ব্যাংক এক্সিকিউটিভ ফোরাম, বঙ্গবন্ধু পরিষদ, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ ও রূপালী ব্যাংক কর্মচারী ইউনিয়নের (সিবিএ) পক্ষ থেকেও কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানানো হয়।
এসআই/এমএইচএস