কেন্দ্রীয় ভূমি বরাদ্দ কমিটির ১৩২তম সভা আগামী বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে। এদিন দুপুর ২টায় সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সভা শুরু হবে।

সভায় অংশগ্রহণের জন্য সম্প্রতি মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্টদের চিঠি পাঠানো হয়েছে। ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এতে সভাপতিত্ব করবেন।

এ সভায় ভূমি সংক্রান্ত ইস্যুতে আলোচনা ও বিভিন্ন  সিদ্ধান্ত নেওয়া হয়। এবারের সভায়ও গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা শেষে নেওয়া হতে পারে সিদ্ধান্ত।

এর আগে ২০২১ সালের ২২ ডিসেম্বর সচিবালয়ে কেন্দ্রীয় ভূমি বরাদ্দ কমিটির ১৩১তম সভা অনুষ্ঠিত হয়েছিল।

ওইদিন ভূমিমন্ত্রী বলেছিলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সঙ্গে জমির বহুমুখী ব্যবহার বৃদ্ধির কারণে জমির প্রাপ্যতা অব্যাহতভাবে কমে যাচ্ছে। মূল্যবান জমির অপচয় রোধে ভূমির টেকসই ও দক্ষ ব্যবহার প্রয়োজন। না হলে একসময় অতি জরুরি উন্নয়ন কিংবা সেবামূলক প্রকল্পের জন্য আদর্শ জমি পাওয়া দুষ্কর হয়ে যাবে।

সাইফুজ্জামান চৌধুরী আরও বলেছিলেন, ভূমির দক্ষ ব্যবহারের বিষয়ে প্রধানমন্ত্রীর কঠোর অনুশাসন রয়েছে। এজন্য কৃষিজমি রক্ষার অংশ হিসেবে দুই বা তিন ফসলি জমি অধিগ্রহণ না করার নীতিগত সিদ্ধান্ত নিয়ে এরই মধ্যে পরিপত্র জারি করেছে ভূমি মন্ত্রণালয়।

এসএইচআর/এমএইচএস