গাড়ি চালক নিয়োগে বৈঠক ডেকেছে ডিএনসিসি
ময়লার গাড়ির ধাক্কায় বিভিন্ন সময় শিক্ষার্থী, পথচারী, মোটরসাইকেল আরোহী এবং রিকশাচালকের মৃত্যুর ঘটনার পর গাড়ি চালকদের নিয়ে কঠোর সমালোচনার মুখে পড়ে ঢাকার দুই সিটি করপোরেশন। এরপর থেকে দক্ষ চালক নিয়োগে তৎপর হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
এ লক্ষ্যে ডিএনসিসির গাড়ি চালক (ভারী) পদে লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা গ্রহণের জন্য গঠিত উপ-কমিটির জরুরি সভা ডেকেছে ডিএনসিসি। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ডিএনসিসির সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।
বিজ্ঞাপন
ডিএনসিসির সহকারী সচিব নিলুফা আক্তার জরুরি এই সভা ডেকে নোটিশ জারি করেছেন। সভায় গাড়ি চালক নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে উপকমিটি সূত্রে জানা গেছে।
এর আগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাংগঠনিক কাঠামোভুক্ত গাড়ি চালক (ভারী) পদে ৪৭ জন চালক নিয়োগ সংক্রান্ত উপকমিটি গঠন করে ডিএনসিসি।
বিজ্ঞাপন
ঢাকা উত্তর সিটি করপোরেশনের সচিব মোহম্মদ মাসুদ আলম সিদ্দিক স্বাক্ষরিত অফিস আদেশের মাধ্যমে ৭ সদস্যের উপকমিটি গঠন করা হয়। অফিস আদেশ অনুযায়ী ৭ সদস্যের উপকমিটিতে আহ্বায়ক করা হয় ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তাকে।
অন্যান্য সদস্যরা হলেন- ডিএনসিসির মহাব্যবস্থাপক (পরিবহন), তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর), তত্ত্বাবধায়ক প্রকৌশলী (যান্ত্রিক), অঞ্চল-৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট পারসিয়া সুলতানা প্রিয়াংকা এবং বিআরটিএ এর সংশ্লিষ্ট প্রতিনিধিকে উপকমিটির সদস্য করা হয়েছে।
গঠিত উপকমিটিকে লিখিত, মৌখিক এবং ব্যবহারিক পরীক্ষা নিয়ে চূড়ান্ত প্রার্থী নির্বাচনে সুপারিশ দ্রুত দিতে হবে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়। এরই ধারাবাহিকতায় ডিএনসিসির গাড়ি চালক (ভারী) পদে লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা গ্রহণের জন্য গঠিত উপকমিটির জরুরি বৈঠক ডাকা হয়েছে।
এএসএস/জেডএস