সীমান্ত থেকে ট্যাপেনটাডল এনে ঢাকায় বিক্রি
দেশের বিভিন্ন সীমান্ত থেকে নিষিদ্ধ নেশাজাত ট্যাবলেট ট্যাপেনটাডল সংগ্রহ করতেন দিদার। সেগুলো বিভিন্ন উপায়ে ঢাকায় এনে নানা শ্রেণির মানুষের কাছে বিক্রি করতেন তিনি।
সর্বশেষ গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে দিদারকে গ্রেপ্তার করে দারুসসালাম থানা। এ সময় তার কাছ থেকে ১৬ হাজার ৪০০ পিস ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ করা হয়।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দারুসসালাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফায়েল আহমেদ এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, গতকাল রাতে মাজার রোড এলাকায় কয়েকজন মাদক কারবারি ট্যাপেনটাডল বিক্রির জন্য অবস্থান করছিলেন। এমন তথ্যের ওপর ভিত্তি করে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে দিদারকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে জব্দ করা হয়, ১৬ হাজার ৪০০ পিস ট্যাপেনটাডল ট্যাবলেট ও একটি মোবাইল সেট।
বিজ্ঞাপন
প্রাথমিক জিজ্ঞাসাবাদে দিদার জানায়, তিনি সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত মাদক ট্যাপেনটাডল ট্যাবলেট সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতেন।
গ্রেপ্তারের বিরুদ্ধে দারুসসালাম থানায় মামলা হয়েছে রুজু করা হয়েছে। ওই মামলায় রিমান্ড আবেদন করে দিদারকে আদালতে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।
এমএসি/এমএইচএস