খালেদার সাজার রায় বাতিলে আইনজীবীদের বিক্ষোভ
খালেদা জিয়ার সাজার রায় বাতিলের দাবিতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ-সমাবেশ/ ছবি: ঢাকা পোস্ট
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজার রায় বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। সোমবার (৮ ফেব্রুয়ারি) ফোরামের সুপ্রিম কোর্ট এলাকায় বিক্ষোভ মিছিল শেষে এক সমাবেশ করে এ দাবি জানান তারা।
সমাবেশে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের সভাপতি ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বর্তমান সহ-সভাপতি এ জে ভুইয়া বলেন, সরকারের ফরমায়েশি রায় বাতিল করে খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। খালেদা জিয়াকে মুক্ত করে দেশের অবরুদ্ধ গণতন্ত্র মুক্তির আন্দোলন জোরদার করতে হবে। খালেদা জিয়ার সাজার রায় বাতিল করতে হবে।
বিজ্ঞাপন
এ সময় আরও উপস্থিত ছিলেন- ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মো. ফজলুর রহমান, বিএনপির কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, আবেদ রাজা প্রমুখ।
এইচএন/এফআর
বিজ্ঞাপন