জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে মিছিল/ ছবি: ঢাকা পোস্ট

সাবেক রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের ১নং সেক্টরের কমান্ডার জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব ‘বীর উত্তম’ বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে মশাল মিছিলে পুলিশ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মিছিল থেকে যুবদল নেতা শরীফসহ চার জনকে পুলিশ আটক করেছে বলেও অভিযোগ করেন বিএনপির এ জ্যেষ্ঠ নেতা। বুধবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের হয়ে নাইটিঙ্গেল মোড়ের দিকে যাওয়া পথে হামলা হয় বলে দলটির পক্ষ থেকে দাবি করা হয়।

রিজভী বলেন, ‘পুলিশের হামলা ও লাঠিপেটায় বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা গোলাম মওলা শাহীন, কাউসার, সোহেলসহ ৫-৬ জন নেতাকর্মী আহত হয়েছেন। তাদেরকে ইসলামী ব্যাংক হাসপাতাল প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’

এর আগে, দুপুরে এক বিক্ষোভ সমাবেশে রিজভী বলেন, ‘সরকারের প্ররোচণায় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) জিয়াউর রহমানের খেতাব কেড়ে নেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে, সেটি শেখ হাসিনার আদেশেই করা হয়েছে। এই সিদ্ধান্তের মাধ্যমে সরকার দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেয়ার পাঁয়তারা করছে। খুব দ্রুতই এই সরকারের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে। মিথ্যা বলা ও কলঙ্ক রটনাই আওয়ামী লীগের জীবিকা উপার্জনের একমাত্র উপায়। কারণ এরা জনগণ দ্বারা পরিত্যাজ্য। জিয়াউর রহমানের খেতাব কেড়ে নেওয়া বিএনপিসহ জাতীয়তাবাদী শক্তি রাজপথে সুনামির ন্যায় ধেয়ে এসে প্রতিরোধ করবে।’

মিছিলে উপস্থিত ছিলেন- বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় ও আসাদুল করিম শাহীন প্রমুখ।

এএইচআর/এফআর