মহসীন কলেজে ছাত্রলীগের কমিটি, বাতিলের দাবিতে বিক্ষোভ
ঘোষিত মহসীন কলেজ ছাত্রলীগ কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ/ ছবি: ঢাকা পোস্ট
চট্টগ্রামের হাজী মুহাম্মদ মহসীন কলেজে ছাত্রলীগের ঘোষিত ২৪ সদস্যের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ করেছেন পদবঞ্চিত কর্মীরা। তাদের অভিযোগ, টাকার বিনিময়ে কমিটি দিয়েছেন নগর ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। আর পদ পাওয়া এক যুগ্ম আহ্বায়ক বলছেন, কমিটিতে শিবির করা নেতাকর্মীদের স্থান দেওয়া হয়েছে।
বুধবার (১০ ফেব্রুয়ারি) ঘোষিত ২৪ সদস্যের কমিটির আহ্বায়ক করা হয়েছে কাজী নাঈমকে। যিনি মাত্র কিছুদিন আগে কলেজের ভেতরে বঙ্গবন্ধুর ব্যানার ছিঁড়ে সমালোচিত হয়েছিলেন বলে দাবি করেছেন পদবঞ্চিতরা।
বিজ্ঞাপন
ঘোষিত কমিটির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পলাশ বলেন, কমিটিতে শিবিরের কর্মীদের স্থান দেওয়া হয়েছে। এছাড়া যাকে আহ্বায়ক করা হয়েছে উনি বঙ্গবন্ধুর ব্যানার ছি^ড়ে ফেলেছিলেন কয়েকদিন আগে।
মহসীন কলেজের ছাত্রলীগের পদপ্রত্যাশী এম ইউ সোহেল বলেন, নগর কমিটি টাকার বিনিময়ে মহসীন কলেজের কমিটি ঘোষণা করেছে। দ্রুত কমিটি বাতিল ঘোষণার দাবি জানাই।
বিজ্ঞাপন
ক্ষোভের সুরে মহসীন কলেজ কমিটির সদ্য নির্বাচিত এক সদস্য বলেন, বঙ্গবন্ধুকে অপমান করার মতো একটি গুরুতর অপরাধ করেও ন্যূনতম শাস্তি না দিয়ে উল্টো তাকে ছাত্রলীগের দায়িত্ব দেওয়া হল, এতে ত্যাগী নেতাকর্মীরা হতাশই হয়েছেন।
কমিটি বাতিলের দাবিতে নগরের প্রেসক্লাব এলাকায় বুধবার রাত ৯টার দিকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগের মহসীন কলেজের নেতাকর্মীরা। এ সময় টায়ারে আগুন দিয়ে রাস্তায় অবস্থান নেন তারা।
বুধবার কাজী নাঈমকে আহ্বায়ক করে হাজী মুহাম্মদ মহসীন কলেজ ছাত্রলীগের ২৪ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু ও সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর।
এ বিষয়ে জানতে নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু ও সাধারণ সম্পাদক দস্তগীরকে একাধিকবার ফোন দিলেও তারা ফোন ধরেননি। আজকে মহসীন কলেজসহ থানা, ওয়ার্ড মিলিয়ে ১৩টি কমিটি অনুমোদন দিয়েছে মহানগর ছাত্রলীগ। এক দিনে এতগুলো কমিটি অনুমোদন দেওয়াটাও একটা রেকর্ড চট্টগ্রাম নগর কমিটির। এসব কমিটি বাতিলের দাবিতে নগরের বিভিন্ন স্থানে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
এফআর