প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করল বিএনপি
সমাবেশ ঘিরে সকাল থেকে প্রেসক্লাব এলাকায় ভিড় করেন বিএনপি নেতাকর্মীরা
জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করছে ক্ষমতাসীনদের রাজপথের প্রধান বিরোধী দল বিএনপি। এতে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা যোগ দেন।
প্রতিবাদ সমাবেশ ঘিরে সকালে থেকে বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে প্রেসক্লাব চত্বরে জড়ো হতে থাকেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রেসক্লাবের সামনের সড়কটি দলটির নেতাকর্মীরা দখল নিয়ে নিলে রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে আশপাশের সড়কে যানজট তৈরি হতে দেখা যায়। অন্যদিকে বিএনপির এ সমাবেশ ঘিরে প্রেসক্লাব এলাকায় পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
বিজ্ঞাপন
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, জিয়াউর রহমানকে স্বাধীনতার পদক এই সরকার দেয়নি। স্বাধীনতা পর পর বাংলাদেশের জনগণ শ্রদ্ধা এবং ভালোবেসে তাকে এই পদক দিয়েছিল। আপনারা আইন দেখিয়ে, কোর্ট দেখিয়ে তা বাতিল করতে চান। এটা নিয়ে আইনমন্ত্রী আইনের কথা বলেন। তারা স্বাধীনতা পদক নিয়ে কথা বলছেন, মুক্তিযুদ্ধের সময় তাদের অবস্থা তখন কী ছিল? জাতি জানে।
নড়াইলের আদালতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দুই বছরের সাজা দিয়ে সরকার কী অর্জন করছে প্রশ্ন রেখে মির্জা আব্বাস বলেন, তারেক রহমানের নামে আপনারাই মামলা দিলেন। আবার আপনারাই সাজা দিলেন। আরে ভাই সাজা ২ বছর দেন আর দুইশত বছর দেন। লাভ কী? তারেক রহমানের যখন দেশে আসার সময় হবে, তখন আপনাদের সাজা হাওয়ায় উড়ে যাবে, কেউ পাত্তা দেবে না।
বিজ্ঞাপন
অনেক আগ থেকে জিয়া পরিবারকে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে বলে দাবি করে মির্জা আব্বাস বলেন, এই জন্য জিয়াউর রহমানকে হত্যা করা হলো। এরপর দেশনেত্রী খালেদা জিয়া কি হাল ধরেনি?
ক্ষমতায় থেকে আওয়ামী লীগ অনেক কিছু করতে পারে উল্লখ করে বিএনপির এই নেতা বলেন, আমি শুধু আমাদের নেতাকর্মীদের বলতে চাই, শিশু ছাড়া বাংলাদেশে বিএনপির এমন কোনো নেতাকর্মী নেই যার বিরুদ্ধে মামলা নেই। কেন, এতো মামলা, এতো খুন, এতো গুম? শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য। কোনো স্বৈরাচারী সরকার ক্ষমতায় টিকে থাকতে পারেনি, ক্ষমতা ছাড়তে হয়েছে। তাদেরও ছাড়তে হবে।
কেউ আপনাকে গণতন্ত্র এনে দেবে না, আদায় করতে হবে বলে মন্তব্য করে মির্জা আব্বাস বলেন, অধিকার আদায় করতে হয়। জনগণ ফুঁসে উঠেছে। এই জনগণের আন্দোলনের ফসল হিসেবে সফল স্বৈরশাসক এরশাদের এতো এই সরকারের পতন হবে।
সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন,বর্তমানে করোনাভাইরাসে বিশ্ববাসী আতঙ্কগ্রস্থ আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে আতঙ্কগ্রস্ত আলজাজিরা ভাইরাসে। এই আলজাজিরা ভাইরাসকে কাউন্টার করার জন্য নতুন নাটক তৈরি করা হচ্ছে জিয়াউর রহমানের খেতাব কেড়ে নেওয়া এবং তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলায় সাজা দেওয়া।
রিজভী আরও বলেন, ‘আজকে তারেক রহমানের বিরুদ্ধে হঠাৎ করে অন্যায়ভাবে কোনো সুযোগ না দিয়ে নড়াইলের একটি আদালতে তার বিরুদ্ধে সাজা দেয়া হলো। তারপর এখন আমরা কী দেখতে পাচ্ছি? স্বাধীনতার ঘোষক জেড ফোর্সের অধিনায়ক জিয়াউর রহমানের নাকি খেতাব কেড়ে নেওয়া হবে, এইগুলো কিসের জন্য হঠাৎ করে সামনে নিয়ে আসলেন? এর পেছনে সরকার এবং শেখ হাসিনা আছে।’
কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন,আব্দুল আউয়াল মিন্টু, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলেসহ দলের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এএইচআর/এনএফ