বিএনপি-মুসলিম লীগের বৈঠক অনুষ্ঠিত
২০ দলীয় জোটের শরিক মুসলিম লীগের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। মঙ্গলবার (৭ জুন) রাতে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা যুগপৎভাবে আন্দোলন শুরু করার সিদ্ধান্ত নিয়েছি। পরে আন্দোলনের ধারা অনুযায়ী সেটার প্রকৃতি বদলাতে পারে।
বিজ্ঞাপন
মির্জা ফখরুল বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দুঃশাসনকে প্রতিরোধ করতে, দেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে সব রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে আন্দোলনের জন্য আলোচনা শুরু করেছি।
তিনি আরও বলেন, ইতোমধ্যে পাঁচটি দলের সঙ্গে আমরা আলোচনা করেছি। ২০ দলীয় জোটের শরিক দল বাংলাদেশ মুসলিম লীগের সঙ্গে আজ আমরা আলোচনা করেছি। আমরা একমত হয়েছি যে ফ্যাসিস্ট অনির্বাচিত সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে জনগণের আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে পদত্যাগ করতে বাধ্য করব। একইসঙ্গে পার্লামেন্ট বিলুপ্ত করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের জন্য নতুন নির্বাচন কমিশন গঠন করতে একসঙ্গে জোট হয়ে কাজ করব।
বিজ্ঞাপন
এর আগে রাত ৮টায় বাংলাদেশ মুসলিম লীগের সঙ্গে আলোচনায় বসেন বিএনপি মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
মুসলিম লীগের মহাসচিব অ্যাডভোকেট শেখ জুলফিকার বুলবুল চৌধুরীর নেতৃত্বে ৯ সদস্য প্রতিনিধি দলে ছিলেন দলটির সহ-সভাপতি চেয়ারম্যান আজিজুল রহমান লিটন, নির্বাহী মহাসচিব নজরুল ইসলাম, শ্রম সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ মিনহাজ উদ্দিন, শিল্প সম্পাদক অ্যাডভোকেট আলমগীর হোসেন, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট এমদাদুল হক, সহ-সম্পাদক মোশাররফ হোসেন তারা, মোহাম্মদ মিয়া, মোহাম্মদ জাফর ইমাম হিমেল ও বুলবুল হাজারী।
এএইচআর/এমএইচএস