ইসির সংলাপে বাংলাদেশ মুসলিম লীগ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংলাপের আয়োজন করেছে নির্বাচন কমিশন (ইসি)। চলমান এই সংলাপের সপ্তম দিনে আজ সোমবার (২৫ জুলাই) আলোচনায় অংশ নিয়েছে বাংলাদেশ মুসলিম লীগ।
দলটির মহাসচিব কাজী আবুল খায়েরের নেতৃত্বে ১২ সদস্যে প্রতিনিধি দল সকাল সাড়ে ১০টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসির সঙ্গে আলোচনা শুরু করেন। সংলাপে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল সভাপতিত্ব করছেন। অন্য চার নির্বাচন কমিশনারসহ ইসি সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা সংলাপে উপস্থিত রয়েছেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন: গণতন্ত্র বাঁচিয়ে রাখতে ভোটকেন্দ্রে আসতে হবে : সিইসি
আজ চারটি দলের সঙ্গে ইসির সংলাপের কথা ছিল। এর মধ্যে কর্নেল অলির নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) ও বজলুর রশিদ ফিরোজের নেতৃত্বাধীন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) ইসির এই আমন্ত্রণে সাড়া দিচ্ছে না।
বিজ্ঞাপন
দল দুটি গণমাধ্যমকে জানিয়েছে, আমরা নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবি করে আসছি দীর্ঘদিন ধরেই। কিন্তু সরকার দাবি মানেনি, বরং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দলীয় সরকারের অধীনে দুই বার নির্বাচন আয়োজন করেছে। তাই এবার আর কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাবে না দল দুটি। একই ইস্যুতে দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপিও ইসির সংলাপে অংশ নেয়নি।
এসআর/এসএসএইচ