রাজধানীর খিলক্ষেত এলাকার লা-মেরিডিয়ান হোটেল সংলগ্ন সড়কে গতকাল একটি যাত্রীবাহী বাস জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে বহনকারী গাড়িতে ধাক্কা দেয়। আর এ ঘটনায় শারীরিকভাবে আঘাত পান জিএম কাদের। বর্তমানে শারীরিকভাবে কিছুটা সুস্থ হলেও দুর্ঘটনার ট্রমা কাটিয়ে উঠতে পারেননি তিনি।

রোববার (১৪ আগস্ট) সন্ধ্যায় ঢাকা পোস্টের সঙ্গে সংক্ষিপ্ত আলাপচারিতায় জিএম কাদের বলেন, কিছুটা হাঁটাচলা করতে পারছি। তবে, এখনও শরীরে ব্যথা আছে। বাসটি এতো জোরে আমার গাড়িতে ধাক্কা দেয় যে এখন ট্রমার মধ্যে আছি। ভয় কাটিয়ে উঠতে পারিনি।

তিনি আরও বলেন, আমি গাড়ির মধ্যে বসা ছিলাম। পেছন থেকে খুব জোরে আমার গাড়িতে ধাক্কা দেয় বাসটি। এতে খুব ব্যথা পেয়েছি। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ওষুধ ও চলাফেরা করছি।

জিএম কাদের বলেন, চিকিৎসক বলেছেন আরও কয়েক দিন বাসায় বিশ্রামে থাকতে, বাইরে যেন কোথাও না যাই। সব কিছু স্বাভাবিক হতে আরও কিছু দিন সময় লাগবে। দেশবাসীর কাছে আমি দোয়া চাই।

এএইচআর/আইএসএইচ