সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকলে মূল্যবৃদ্ধি হতো না : প্রিন্স
শুধু হা-হুতাশ করলে হবে না, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক ও বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক রুহিন হোসেন প্রিন্স। তিনি বলেন, তাহলে নিজের স্বার্থ রক্ষা করা যাবে। অন্যায়ের বিরুদ্ধে জনগণের ঐক্য গড়ে তুলতে হবে।
শুক্রবার (১৯ আগস্ট) সন্ধ্যায় ঢাকার সূত্রাপুরে ‘দাম কমাও জান বাঁচাও’ দাবিতে ২৫ আগস্ট হরতালের সমর্থনে সিপিবির নেতাকর্মীদের পথসভা ও পদযাত্রায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
বিজ্ঞাপন
প্রিন্স বলেন, জ্বালানি তেল, ইউরিয়া সার, খাদ্যপণ্যসহ নিত্যপণ্য, পানি, ওষুধ ও পরিবহনের ভাড়া অস্বাভাবিকভাবে বাড়ানো হয়েছে। সাধারণ মানুষের তা বহন করার ক্ষমতা নেই। কোনো দায়িত্বশীল সরকার এটা করতে পারে না। এরপর আবার বিদ্যুৎ-গ্যাসের দাম বাড়ানোর পাঁয়তারা চলছে।
আরও পড়ুন: সরকারের পদত্যাগ চায় এবি পার্টি
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, দুর্নীতি, লুটপাট, বিদেশে টাকা পাচার অব্যাহত আছে। সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকলে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি হতো না। ক্ষমতাকে স্থায়ী করতে বিদেশে দেন দরবারের খবর আর গোপন থাকছে না। সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রীর বয়ানে নির্লজ্জ স্বীকারোক্তি বেরিয়ে এসেছে। এ ধরনের মন্ত্রীর অপসারণ দাবি করেন প্রিন্স।
পথসভা ও পদযাত্রায় আরও বক্তব্য রাখেন সিপিবির নেতা গোলাম রাব্বি খান, হামিদুর রহমান ইকবাল ও আব্দুল আজিজ প্রমুখ।
এএইচআর/এসএসএইচ