তিস্তাসহ অভিন্ন ৫৪ নদীর পানির ন্যায্য হিস্যার চুক্তি বাস্তবায়ন ও রাষ্ট্রের স্বার্থবিরোধী সামরিক-বেসামরিক কোনো চুক্তি না করার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে গণতান্ত্রিক বাম ঐক্য।

শনিবার (৩ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে গণতান্ত্রিক বাম ঐক্য এ বিক্ষোভ সমাবেশ করে।

গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়ক আবুল কালাম আজাদ বলেন, নত-জানু পররাষ্ট্রনীতির কারণে স্বাধীনতার ৫১ বছর পরও তিস্তাসহ অভিন্ন ৫৪ নদীর পানির ন্যায্য হিস্যার জন্য আমাদের আন্দোলন সংগ্রাম করতে হয়। কিন্তু এবার দুই দেশের প্রধানমন্ত্রীদের আলোচনায় আমরা এ চুক্তির বাস্তবায়ন চাই। একইসঙ্গে বলতে চাই দেশের স্বার্থবিরোধী সামরিক-বেসামরিক চুক্তি করা যাবে না।

তিনি আরও বলেন, ভারত গতবার বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বলেছিল সেদেশে খাবার পানির সংকট, তখন আমাদের প্রধানমন্ত্রী তাদের খাবার জন্য ফেনী নদীর পানি দিয়ে আসেন। কিন্তু তিস্তার পানির অভাবে বাংলাদেশের ৪ কোটি মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাতে কর্নপাত করছে না। ফারাক্কা বাঁধের কারণে শতাধিক ছোট-বড় নদী বাংলাদেশের মানচিত্র থেকে হারিয়ে গেছে তাতেও কেউ কর্নপাত করছে না। ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক বৈষম্যও দূর করা হচ্ছে না। আমরা আশা করি আসন্ন সফরে দুই দেশের প্রধানমন্ত্রী মিলে এসব সমস্যার সমাধান করবেন।

সমাবেশে সভাপতিত্ব করেন গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়ক ও সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির আহ্বায়ক আবুল কালাম আজাদ। বক্তব্য রাখেন বাংলাদেশের সাম্যবাদী দলে সাধারণ সম্পাদক কমরেড হারুন চৌধুরী, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক ডা. সামছুল আলম, প্রগতিশীল গণতান্ত্রিক দলের মহাসচিব হারুন আল রশীদ খাঁন প্রমুখ।

আইবি/এসএম