বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দীন বলেছেন, রাজপথে আমাদের আন্দোলনের জোয়ার শুরু হয়েছে। নেতাকর্মীদের সাহস দেখতে পাচ্ছি। সমর্থকরাও রাস্তায় নেমে আসছে। তাই আওয়ামী লীগ আবোল-তাবোল বকতে শুরু করেছে। 

তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী ও শাসকদলের ক্যাডারদের তারা বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালাতে লেলিয়ে দিয়েছে। তারা আবারো অবৈধ পথে ক্ষমতায় আসতে চায়। বিএনপি অবৈধ পথে ক্ষমতায় যেতে চায় না। বিএনপির খুঁটির জোর হলো এ দেশের জনগণ। 

শুক্রবার (৭ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম নগরের এম এ সবুর আবাসিক মাঠে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আগামী ১২ অক্টোবর চট্টগ্রাম বিভাগীয় বিএনপির গণসমাবেশে সফল করার লক্ষ্যে বায়েজিদ থানা বিএনপির এ প্রস্তুতি সভার আয়োজন করে। 

এদিকে চাঁন্দগাও ও বাকলিয়া থানা বিএনপির প্রস্তুতি সভায় চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেন, কুৎসিত মাফিয়া শাসনের কারণে যে দুঃশাসন বিরাজ করছে, আজ সারাদেশে হত্যার ঘটনা তার জঘন্য বহিঃপ্রকাশ। 

তিনি বলেন, আওয়ামী শাসকগোষ্ঠীর একমাত্র আরাধনা হলো যেনতেন প্রকারে ক্ষমতায় থাকা। এজন্য জনগণের সব অধিকারকে বস্তাবন্দি করে বর্তমান ভোটারবিহীন সরকার পরিকল্পিতভাবে বিরোধী দল নিধনে নেমেছে। তবে দেশের মানুষ দুঃশাসনের বিরুদ্ধে মাঠে নেমেছে। গুলি করে, হত্যা করে প্রতিবাদী কণ্ঠ রোধ করা যাবে না। সরকারের পতন ঠেকানো যাবে না। 

খুলশী থানা বিএনপির প্রস্তুতি সভায় চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, সরকার শুধু নিজেদের অর্থ আয় ও গদি সুরক্ষিত রাখায় ব্যস্ত। সাধারণ মানুষ মরুক বা বাঁচুক, তাতে তাদের চিন্তা নেই। সেজন্য নিরীহ মানুষের ওপর গুলি চালিয়ে তারা ক্ষমতায় থাকতে চায়। কিন্তু গুলি করে সাধারণ মানুষকে বুটের তলায় পিষ্ট করে কোনো সরকার বেশি দিন ক্ষমতায় থাকতে পারেনি। এই সরকারও থাকতে পারবে না।

কেএম/আরএইচ