৪৩ নম্বর ওয়ার্ড যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
আগামী ১১ নভেম্বর আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উৎযাপন ও সোহরাওয়ার্দী উদ্যানে যুব মহাসমাবেশ সফল করার লক্ষ্যে দক্ষিণ যুবলীগের ৪৩ নম্বর ওয়ার্ডে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ নভেম্বর ) লালকুঠির ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবে সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
সভায় গাজী সারোয়ার হোসেন বাবু বলেন, গৌরব, ঐতিহ্য, ইতিহাস ও সংগ্রামে যুবলীগের প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তীতে দলটির কথা বলতে এসেছি, দেশনেত্রী শেখ হাসিনার কথা বলতে এসেছি। আগামী ১১ নভেম্বর যুবলীগের প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি হবে। এ উপলক্ষে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যুবকদের নিয়ে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুব সমাজের প্রতি দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন তিনি। এতে সভাপতিত্ব করেবন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।
তিনি আরও বলেন, মহাসমাবেশ সফল করতে ৪৩ নম্বর ওয়ার্ড যুবলীগের প্রতিটি নেতা-কর্মীকে প্রস্তুত হতে হবে। শৃঙ্খলার সঙ্গে যুবকদের বিশাল বহর নিয়ে যুব মহাসমাবেশে নিজেদের উপস্থিতি জানান দিতে হবে।
বিজ্ঞাপন
বর্ধিত সভা শেষে যুব মহাসমাবেশ সফল করতে একটি মিছিলও করে যুবলীগের নেতা-কর্মীরা।
এমএ