যুবদল নেতা আলী আকবরকে তুলে নেওয়ার অভিযোগ
ডিবি পুলিশ পরিচয় দিয়ে যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি আলী আকবর চুন্নুকে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বিএনপির এই সিনিয়র নেতার দাবি, মঙ্গলবার (৮ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের নিজস্ব অফিস থেকে কয়েকজন তাকে তুলে নিয়ে যান। এ সময় তারা নিজেদের ডিবি পুলিশ বলে পরিচয় দেন।
বিজ্ঞাপন
রিজভী বলেন, এর আগেও বিএনপির অসংখ্য নেতাকর্মীকে অন্যায়ভাবে রাতের আঁধারে তুলে নিয়ে গুম করা হয়েছে। হয়তো কোনো অসৎ উদ্দেশ্যে আলী আকবর চুন্নুকেও তুলে নিয়ে যাওয়া হয়েছে।
এর আগে মঙ্গলবার দুপুরে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর হারুন উর রশীদ হারুনকে গ্রেপ্তার করা হয়। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের গাড়িতে হামলার অভিযোগে দায়ের হওয়া মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞাপন
এএইচআর/কেএ