খালেদার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর জবাব পাওয়া যায়নি
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়াতে গত ২ মার্চ করা আবেদনের এখনও কোনো সাড়া পাওয়া যায়নি স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে।
সোমবার (৮ মার্চ) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান। তিনি বলেন, গত ৬ মার্চ বিকেলে বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। সভায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানান, পরিবারের পক্ষ থেকে চেয়ারপারসনের সাজা স্থগিতের মেয়াদ বাড়াতে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে দেওয়া চিঠির এখনও কোনো জবাব পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
স্থায়ী কমিটির বৈঠকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিনে মুক্ত কার্টুনিস্ট কিশোরের গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকার বিষয়ে আলোচনা হয় উল্লেখ করে বিজ্ঞপ্তিতে রিজভী জানান, লেখক মুশতাক আহমেদেরসহ ডিজিটাল নিরাপত্তা আইনে আটক বন্দিদের ওপরে আইন-শৃঙ্খলা বাহিনী কর্তৃক যে পাশবিক নির্যাতন চালানো হয়, তাতে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করা হয়েছে সভায়। এ ধরনের অমানবিক পাশবিক নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় বিএনপি। এ আইনের আওতায় আটক সব বন্দিকে অবিলম্বে মুক্তির আহ্বান জানায় দলটি।
বিএনপির স্থায়ী কমিটির নেতারা মনে করেন, ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে জনগণের বাক স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতার সাংবিধানিক অধিকার চরমভাবে লঙ্ঘিত হচ্ছে। গণবিরোধী ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।
বিজ্ঞাপন
ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে জনমত গড়ে তুলতে কর্মসূচী দেওয়ার সিদ্ধান্ত হয় বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে। দলের অঙ্গ-সংগঠন ও মূল দলের সঙ্গে আলোচনা করে কর্মসূচির তারিখ নির্ধারণ করা হবে বলে জানানো হয়।
সম্প্রতি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকরের ঢাকা সফরের সময় দেওয়া বক্তব্য এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা সফরের বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা হয় বলে জানান রিজভী। তিনি বলেন, এ বিষয়ে পরবর্তীতে প্রেস বিফ্রিং করে বিএনপি’র অবস্থান তুলে ধরা হবে।
নির্বাচন কমিশনের ব্যর্থতা ও বেআইনিভাবে সরকারের হস্তক্ষেপে সম্প্রতি অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচন চরমভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে অভিযোগ করে রিজভী জানান, অবশিষ্ট পৌরসভা ও উপজেলা নির্বাচনগুলোতে বিএনপি অংশ নেবে না বলে সিদ্ধান্ত হয় স্থায়ী কমিটির বৈঠকে।
এএইচআর/এইচকে