গণমিছিল নিয়ে বিএনপির পথেই হাঁটল জামায়াত
আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলের কথা ভেবে ঢাকায় গণমিছিল কর্মসূচি ২৪ ডিসেম্বরের পরিবর্তে ৩০ তারিখ নির্ধারণ করেছে বিএনপি। এবার তাদের পথেই হাঁটল জামায়াত ইসলামী।
শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম মা’ছুম জানান, জামায়াত জানিয়েছে যুগপৎ আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে ১০ দফা দাবি আদায়ে ২৪ ডিসেম্বর ঢাকা বাদে সারাদেশে অনুষ্ঠিত হবে জামায়াতের গণমিছিল। শুধু ঢাকা মহানগরীতে গণমিছিলের কর্মসূচি ৩০ ডিসেম্বর পালিত হবে।
বিজ্ঞাপন
আরও পড়ুন : বিএনপির গণমিছিল ঢাকায় ৩০ ডিসেম্বর, অন্যত্র ২৪ তারিখেই
উল্লেখ্য, ১০ ডিসেম্বর ১০ দফা ঘোষণা করেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ সময় আগামী ২৪ ডিসেম্বর দেশব্যাপী গণমিছিলের কর্মসূচি ঘোষণা করেন তিনি।
বিজ্ঞাপন
জেইউ/এসকেডি