দীর্ঘ কয়েক বছর পর রাজনৈতিক নেতাদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে বিএনপি। ইফতার মাহফিলে বিলুপ্ত হওয়া সাবেক ২০ দলীয় জোটের শরিক ও বিএনপির চলমান যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর শীর্ষ নেতারা অংশ নেন। তবে এতে দলটির সাবেক জোটসঙ্গী জামায়াতে ইসলামের কাউকে অংশ নিতে দেখা যায়নি। 

সোমবার (৩ এপ্রিল) রাজধানীর বেইলি রোডের লেডিস ক্লাবে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আসা রাজনীতিবিদদের স্বাগত জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

আরও পড়ুন>>জাপার ইফতারে অংশ নিচ্ছেন বিএনপি নেতারা

এদিকে বিএনপির ইফতার মাহফিলে ক্ষমতাসীন আওয়ামী লীগের কোনো নেতা-কর্মীকেও দাওয়াত দেওয়া হয়নি।

এ প্রসঙ্গে বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ঢাকা পোস্টকে বলেন, ইফতারে ক্ষমতাসীন দলের কাউকে দাওয়াত দেওয়া হয়নি। 

নাম না প্রকাশের শর্তে বিএনপির একটি সূত্র জানিয়েছে, রাজনীতিবিদদের সম্মানে আয়োজিত বিএনপির ইফতার মাহফিলে জামায়াতের কাউকে দাওয়াত দেওয়া হয়নি। কৌশলগত কারণে তাদেরকে দাওয়াত দেওয়া হয়নি। এছাড়া সম্প্রতি নানাবিধ কারণে বিএনপির সঙ্গে জামায়াতের কিছুটা দূরত্বও তৈরি হয়েছে।

দেখা গেছে, প্রতিটি ইফতার টেবিলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের পাশাপাশি বিএনপির একজন করে নেতাও অংশ নেন। তারা অতিথিদের সঙ্গে বিভিন্ন বিষয়ে খোশগল্প করেন।

রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপির ইফতারে অংশ নেয় লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান অলি আহমদ, জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ, মহাসচিব মজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ও বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

এছাড়া উপস্থিত ছিলেন গণফোরামের সভাপতি মোস্তফা মহসিন মন্টু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, এলডিপির একাংশের সভাপতি আব্দুল করিম আব্বাসী, মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, মুসলিম লীগের সভাপতি জুলফিকার আলি ও ন্যাপ-ভাসানী পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম।  

বিএনপি নেতাদের মধ্যে ইফতারে অংশ নেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, আহমেদ আজম খান, শাহজাহান ওমর, বরকত উল্লাহ বুলু, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। 

এএইচআর/কেএ