‌‘প্রয়াত এমপি হাবিবুর রহমান মোল্লা ছিলেন অহিংস রাজনীতির রূপকার ও গণমানুষের নেতা। ঢাকা ৫ নির্বাচনী এলাকার প্রতিটি পরিবারের খবর রাখতেন তিনি। প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামেও তিনি সক্রিয় ভূমিকা রেখেছেন। রাজনীতি করতে গিয়ে সামরিক সরকার থেকে শুরু করে বিএনপি-জামায়াত সরকারের রোষানলে পড়ে বার বার জেল খেটেছেন হাবিবুর রহমান মোল্লা। কিন্তু কখনোই তিনি বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রশ্নে আপস করেননি। তিনি কর্মের মাধ্যমে বেঁচে থাকবেন সবসময়। রাজনীতিতে কর্মী তৈরি ও এলাকার উন্নয়নে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।’

রোববার (৭ মে) যাত্রাবাড়ীর ধলপুর কমিউনিটি সেন্টারে ঢাকা-৫ আসনের বর্ষীয়ান রাজনীতিবিদ, ৪ বারের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মোল্লার তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে বক্তারা এসব কথা বলেন।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। এই অনুষ্ঠানের আয়োজন করে বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মোল্লা স্মৃতি সংসদ।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, প্রয়াত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মোল্লা ছিলেন অহিংস রাজনীতির রূপকার। শুধু ঢাকা ৫ আসনের গণমানুষের নেতাই নয়, তিনি ছিলেন শেখ হাসিনার অত্যন্ত বিশ্বস্ত ও আস্থাভাজন নেতা। দলের দুঃসময়ে হাবিবুর রহমান মোল্লা জীবন বাজি রেখে জাতির পিতা শেখ মুজিবুব রহমানের প্রতিটি নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতেন। একইভাবে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ও আওয়ামী লীগের দুর্দিনে রাজপথে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বার বার কারাবরণ করেছেন হাবিবুর রহমান মোল্লা। 

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী বলেন, হাবিবুর রহমান মোল্লা ছিলেন গণমানুষের নেতা। এই আসনটি এক সময় বিএনপি-জামায়াতের ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। তিনি অবিরাম পরিশ্রম করে কর্মী তৈরি করার মধ্য দিয়ে আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে গড়ে তুলেছেন।

প্রয়াত হাবিবুর রহমান মোল্লার বড় ছেলে মশিউর রহমান মোল্লা সজল বলেন, আমার বাবা এই এলাকার মানুষের কল্যাণে আমৃত্যু কাজ করেছেন। সকল কর্মীর জন্য তার দরজা খোলা ছিল সবসময়। আব্বা রাজনীতি করতে গিয়ে অনেকবার জেল খেটেছেন। নির্যাতনের শিকার হয়েছেন। কিন্তু কখনোই বঙ্গবন্ধু ও শেখ হাসিনার কোনো বিষয়ে আপস করেননি। 

তিনি বলেন, আমার বাবা এই এলাকার মানুষকে কতটুকু ভালোবাসেন, আপনাদের কথাগুলোই তার প্রমাণ। আমার পিতার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন। 

ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার স্মৃতিচারণ করে ৪৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শরিফ হোসেন বলেন, সরকারবিরোধী প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে সামনের কাতারে সক্রিয় ভূমিকা রেখেছেন হাবিবুর রহমান মোল্লা। রাজনীতি করতে গিয়ে বহুবার জেল খেটেছেন। 

সংগঠনের সভাপতি ও ৬৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাসুদুর রহমান মোল্লা বাবুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও  বৃহত্তর ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি কৌশিক আহমেদ জসিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ঢাকা-৫ আসনের এমপি কাজী মনিরুল ইসলাম মনু, ডেমরা থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও প্রয়াত এমপি হাবিবুর রহমান মোল্লার বড় ছেলে মশিউর রহমান মোল্লা সজল প্রমুখ। 

এ সময় বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহি উদ্দিন মহি, সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবির, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইফুন্নবী চৌধুরী সাগর, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তারেক সাঈদ, ৪৮ নম্বর ওয়ার্ড ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল কবির রাজুসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে অনুষ্ঠানে ১২ হাজার নেতাকর্মীদের মাঝে খাবার বিতরণ করা হয়।

এমএসআই/এমএ