গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম মাওলা চৌধুরী/ ছবি: সংগৃহীত

বিএনপির যুগপৎ আন্দোলন সঙ্গী জাতীয়তাবাদী সমমনা জোটের শরিক দল গণদলের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এটিএম গোলাম মাওলা চৌধুরী ব্রেইন স্ট্রোক করেছেন। তাকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (৭ মে) রাজধানীর আগারগাঁওয়ের নিউরো সায়েন্স হাসপাতালে তার অপারেশন করা হয়।

সোমবার (৮ মে) বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, গতকাল রোববার দুপুরে তার সফল অপারেশন হয়েছে। তার পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর মাধ্যমে মহান আল্লাহর দরবারে দোয়া চেয়েছেন। 

এএইচআর/এমজে