‘আওয়ামী লীগ অসহায় মানুষের পাশে আছে, বিএনপি নয়’
নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম বলেছেন, অসহায় মানুষের পাশে আওয়ামী লীগ সব সময় আছে, বিএনপি নয়। এই চাটখিল-সোনাইমুড়ীতে তারা (বিএনপি) লুটতরাজ করেছে। তাদের সময়ে দেশে কোনো উন্নয়ন হয়নি, যত উন্নয়ন হয়েছে সব শেখ হাসিনা করেছে।
মঙ্গলবার (২৭ জুন) বিকেলে চাটখিল উপজেলার খিলপাড়া বাজারে গণসংযোগ শেষে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
এমপি ইব্রাহিম বলেন, সরকারি বরাদ্দের টাকাগুলো সঠিক মানুষের কাছে পৌঁছাতো না। বিএনপির লোক সেগুলো ভাগ করে নিতো। আমার এলাকার সকল বরাদ্দে আমি দলীয় মানুষ দেখি না। আমি দেখি মানুষটি অসহায় কিনা বা তার পাওয়া দরকার কিনা। কোনো সরকারি বরাদ্দ আমি তছরুপ করি নাই এবং আমার নেতাকর্মীদেরও তছরুপের সুযোগ করে দেইনি।
তিনি আরও বলেন, কেউ অন্যায় করলে তার বিচার দুইবার হবে। একবার দুনিয়ার আদালতে আরেকবার আল্লাহর আদালতে। অর্থ আত্মসাৎকারীরা দুইবার বিচারের সম্মুখীন হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে মানুষের পাশে আছেন সেভাবে অতীতে কেউ ছিল না। আজ অসংখ্য মানুষের মুখে হাসি একমাত্র বঙ্গবন্ধুরকন্যার জন্য।
বিজ্ঞাপন
এ সময় চাটখিল পৌরসভা মেয়র ভিপি নিজাম উদ্দিন, সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফম বাবুল, চাটখিল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিপি নাজমুল হুদা সাকিল, সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক উপস্থিত ছিলেন।
হাসিব আল আমিন/এমএ