খালেদার পুত্রবধূ শর্মিলার অসুস্থতার বিষয়টি গুজব
গুজব ছড়ানো স্ট্যাটাস
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াত ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি অসুস্থ বলে গুজব ছড়িয়েছে। ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অসুস্থতার গুজব ছড়িয়ে তার জন্য দোয়া চাওয়া হয়েছে। তবে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, শর্মিলা রহমান সুস্থ আছেন।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে একটি ফেইক ফেসবুক গ্রুপে মো. জলিল নামের একটি আইডি থেকে লেখা হয়েছে, ‘‘আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান শারীরিকভাবে অসুস্থ। সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করে দেন। আমিন।’’
বিজ্ঞাপন
পোস্টের কমেন্টে অনেকে শর্মিলা রহমানের সুস্থতার জন্য দোয়া করেন। অনেককে ‘আমিন’ লিখতেও দেখা যায়। পোস্টটি কপি করে অনেকে শেয়ার করেছেন।
যদিও এর আগে বিভিন্ন সময়ে বিএনপির পক্ষ থেকে একাধিকবার জানানো হয়েছে, ফেসবুকে মির্জা ফখরুলের নিজের কোনো অ্যাকাউন্ট নেই, তার নামে কোনো গ্রুপও নেই।
বিজ্ঞাপন
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান ঢাকা পোস্টকে বলেন, ‘শর্মিলা ভাবী সুস্থ আছেন। তার অসুস্থতার খবরটি ভিত্তিহীন। কে বা কারা এটি ছড়িয়েছে আমাদের জানা নেই।’ বিএনপির নেতাকর্মীদের এমন খবরে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানান তিনি।
২০১৮ সালের এপ্রিলে ঢাকায় আসেন শর্মিলা রহমান এবং তার দুই মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমান। ৭ এপ্রিল পুরান ঢাকার কারাগার থেকে কারাবন্দি খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) পরীক্ষার জন্য আনা হলে হাসপাতাল প্রাঙ্গণে দেখা করেন শর্মিলা। ১৫ এপ্রিল লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তিনি। এরপর আর তারা বাংলাদেশে আসেননি। করোনা পরিস্থিতি আরও উন্নত হলে আগামী কয়েক মাসের মধ্যে খালেদা জিয়াকে দেখতে শর্মিলা রহমান মেয়েদের নিয়ে দেশে আসতে পারেন বলে জানা গেছে।
শায়রুল কবির বলেন, ‘শর্মিলা রহমান মেয়েদের নিয়ে বর্তমানে লন্ডনে থাকেন। গত কয়েক বছর তিনি লন্ডনে বসবাস করছেন।’
বিএনপির একটি সূত্র জানায়, ২০১৫ সালে আরাফাত রহমান কোকোর মৃত্যুর পরও কয়েক বছর মেয়েদের নিয়ে শর্মিলা রহমান মালয়েশিয়ায় ছিলেন। সেখানে তার মেয়েরা পড়াশোনা করতেন। ২০১৭ সালের দিকে মালয়েশিয়া ছেড়ে লন্ডনে গিয়ে স্থায়ী বসবাস শুরু করেন তিনি। লন্ডনে বসবাসকারী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও শর্মিলা রহমানের বাসা কাছাকাছি। এই দুই পরিবার লন্ডনে টেমস নদীর কাছে ওয়ালট এলাকায় বসবাস করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক নেতা বলেন, প্রায় প্রতিরাতে খালেদা জিয়া অনলাইনে তারেক রহমান ও কোকোর মেয়েদের সঙ্গে গল্প করে সময় কাটান। ফলে শর্মিলা রহমান অসুস্থ হলে পরিবারের কাছেই আগে খবর আসত।
এএইচআর/এইচকে/জেএস