খালেদার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে ফিরোজায় বিএনপি নেতারা
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে গুলশানের বাসভবন ফিরোজায় গেছেন দলের স্থায়ী কমিটির সদস্যরা। বৃহস্পতিবার (২৯ জুন) রাত সাড়ে ৮টার দিকে দেখা করতে যান নেতারা।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ কথা জানান।
বিজ্ঞাপন
তিনি বলেন, ম্যাডামের সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, বাবু গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আব্দুল মঈন খান ও বেগম সেলিমা রহমান।
২০২০ সালে করোনা ভাইরাসের সময় সরকারের নির্বাহী আদেশে মুক্তি পান খালেদা জিয়া। এরপর থেকে গুলশানের বাসভবন ফিরোজায় ঈদ উদযাপন করে আসছেন তিনি। আর প্রতি বছর ঈদের দিন রাতে খালেদা জিয়ার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন দলের স্থায়ী কমিটির সদস্যরা।
বিজ্ঞাপন
এএইচআর/এমএ