‘বিরোধী দলবিহীন নির্বাচনেও সরকারকে ভোট চুরি করে জয়ী হতে হয়’
বিরোধী দলবিহীন নির্বাচনেও সরকারকে ভোট চুরি করে জয়ী হতে হয় বলে দাবি করেছে গণতন্ত্র মঞ্চ।
জোটের নেতারা বলছেন, বিরোধী দলহীন ঢাকা-১৭ আসনের উপনির্বাচনেও আওয়ামী লীগের রাজনৈতিক পরাজয় ঘটেছে। হিরো আলমের বিরুদ্ধেও আওয়ামী লীগকে কারচুপি ও সন্ত্রাসের আশ্রয় নিতে হয়েছে। হিরো আলমকে প্রতিদ্বন্দ্বিতা করার সাহস করে না ক্ষমতাসীনরা। সেখানেও তাদের ব্যালটে সিল মারতে হয়।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৮ জুলাই) রাজধানীর মিরপুরে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারসহ এক দফা দাবিতে পদযাত্রা পূর্ব সমাবেশে এসব কথা বলেন বক্তারা।
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেন, এই লড়াই বাঁচার লড়াই। এই লড়াইয়ে জিততে হবে। আমরা নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করতে চাই। কিন্তু বাধা দিলে বাঁধবে লড়াই। সেই লড়াইয়ের দায়দায়িত্ব আমাদের নয়।
বিজ্ঞাপন
ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের প্রার্থী হিরো আলমের ওপর হামলা প্রসঙ্গে নিন্দা জানিয়ে আ স ম রব বলেন, ‘এই সরকারের অধীনে মানুষ ভোটকেন্দ্রে যাবে না। কারণ, তারা জানে ভোট দিতে পারবে না। এই সরকারের পতন না ঘটিয়ে ভোটকেন্দ্রে যাওয়া যাবে না। হিরো আলমের অবস্থা দিয়ে বোঝার চেষ্টা করুন, শান্তিপূর্ণ নির্বাচন কেমন?’
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, সারাদেশে শান্তি সমাবেশের নামে তারা অশান্তি তৈরি করছে। আমাদের একটাই কথা— এই সরকার বদলাতেই হবে। মানুষের অধিকার, ভোটের অধিকার প্রতিষ্ঠার এক দফার সংগ্রাম মানে সরকারের পতন ও সুষ্ঠু নির্বাচন।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, নির্বাচনে বিরোধী দল না থাকলেও এ সরকারকে ভোট চুরি করতে হয়। এদের রাজনৈতিক মৃত্যু হয়েছে অনেক আগেই। আগামী জাতীয় সংসদ নির্বাচন কেমন হবে, তার একটি নজির সদ্য অনুষ্ঠিত ঢাকা ১৭ আসনের উপনির্বাচন।
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বায়ক জোনায়েদ সাকি বলেন, হিরো আলমকে প্রতিদ্বন্দ্বিতা করার সাহস করে না ক্ষমতাসীনরা। সেখানেও তাদের ব্যালটে সিল মারতে হয়।
হিরো আলমের ওপর হামলার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকার সমালোচনা করে জোনায়েদ সাকি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই পুলিশ নিরপেক্ষ থাকবে, এটা কেউ আর বিশ্বাস করে না। সরকারের এই বাহিনী যারা চালাচ্ছেন, তারা চাচ্ছেন ভোট কারচুপি হলেও আওয়ামী লীগকে আবার ক্ষমতায় রাখতে হবে।
সমাবেশ সঞ্চালনায় করেন জেএসডি সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন। সমাবেশ শেষে মিছিল নিয়ে মিরপুর ১০ নম্বর চত্বরে এসে গণতন্ত্র মঞ্চের পদযাত্রা শেষ হয়।
এএইচআর/এমজে