কর্মীসভা-সম্মেলন ছাড়া কোনো কমিটি নয় : বাপ্পি
ছাত্রলীগের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি রাজিবুল ইসলাম (বাপ্পি) বলেছেন, কর্মীসভা বা সম্মেলন ছাড়া ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের কোনো কমিটি ঘোষণা করা হবে না। ছাত্রলীগের অতীত-ইতিহাস ঐতিহ্যের আলোকে যথাযথ নিয়ম মেনে দিনের আলোতে সবার সামনে কর্মীসভা বা সম্মেলন করে ইউনিটগুলোর কমিটি ঘোষণা করা হবে। সেক্ষেত্রে অবশ্যই যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের হাতেই যাচাই-বাছাই শেষে দায়িত্ব তুলে দেওয়া হবে।
বৃহস্পতিবার (২০ জুলাই) রাজধানীর বকশীবাজারের সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার অডিটোরিয়ামে আলিয়া মাদ্রাসা ছাত্রলীগের কর্মীসভায় এসব কথা বলেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে তখন পাকিস্তানের এজেন্টরা দেশের শান্তি-শৃঙ্খলা নষ্ট করার জন্য মাথা ছাড়া দিয়ে উঠেছে। ছাত্রলীগের নেতৃত্বকে সেসব কুচক্রী মহলের বিরুদ্ধে রাজপথে শক্ত প্রাচীর নির্মাণ করতে হবে। অতীতের ন্যায় বাংলাদেশের ছাত্রসমাজ এসব মানুষের কালো হাত ভেঙে দেবে। আমরা চেষ্টা করছি সাধারণ ছাত্রদের মাধ্যমে ছাত্রলীগের অতীত ইতিহাস ঐতিহ্যকে আবার ফিরিয়ে আনতে। সে ধারাবাহিকতায় বিভিন্ন ইউনিটে কর্মীসভা বা কর্মী সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি উপহার দেব।
তিনি আরও বলেন, দিনের আলোতে ছাত্রলীগের কমিটি হবে। সাধারণ কর্মীরা তাদের মতামত ব্যক্ত করবে। সেই মতামতের ভিত্তিতেই নতুন কমিটি দেওয়া হবে। ছাত্রলীগের সুন্দর অর্জন নষ্ট করে দেওয়ার জন্য দুমুখো সাপ সবসময় চেষ্টা করে যাচ্ছে। তাদের থেকে সতর্ক থাকতে হবে। যারা আলিয়ার নতুন নেতৃত্বে আসবে তাদেরও বঙ্গবন্ধু ও শেখ হাসিনা ও আদর্শ বুকে লালন করতে হবে।
বিজ্ঞাপন
কর্মীসভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক সজল কুন্ডু।
তিনি বলেন, সব ধরনের বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমাদের ৭৫টি ওয়ার্ডের মধ্যে ৪০-৫০টিতে কমিটি রয়েছে. বাকি যেগুলো বাদ রয়েছে সেগুলো তো পর্যায়ক্রমে কর্মী সম্মেলনের মাধ্যমে কমিটি ঘোষণা করা হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ এবং স্মার্ট ছাত্রলীগ বিনির্মাণে এবং জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিগত দিনের ভুলগুলোকে শুধরে নিয়ে কাজ করব।
আরএইচটি/এসকেডি