সোহরাওয়ার্দীতে যুবদল-ছাত্রদলের সমাবেশ, পরিদর্শনে যাবেন নেতারা
যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের যৌথ উদ্যোগে বিএনপির তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হবে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। আগামীকাল শনিবার এ সমাবেশ অনুষ্ঠিত হবে।
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, কিছুক্ষণ পরে সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শনে যাবে বিএনপির একটি টিম।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শনে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্যাহ আমান, যুবদলের সভাপতি সুলতান সালাহ উদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী এবং ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণসহ নেতারা।
প্রসঙ্গত গতকাল রাতে ডিএমপি কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপির একটি প্রতিনিধি দল। সাক্ষাৎ শেষে যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেন, পুলিশের পরামর্শ তারা সোহরাওয়ার্দী উদ্যানে তারুণ্যের সমাবেশ করতে যাচ্ছেন।
বিজ্ঞাপন
এএইচআর/এনএফ