দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২৫ জুলাই) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় দেখা করতে যান তিনি। 

এ বিষয়ে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান ঢাকা পোস্টকে জানান, ম্যাডামের শারীরিক অবস্থার খোঁজ-খবর নিতে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাক্ষাৎ করেছেন। 

তবে বিএনপির একটি সূত্র জানিয়েছে, আগামী বৃহস্পতিবার (২৭ জুলাই) মহা-সমাবেশ বিষয়ে এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে খালেদা জিয়ার সঙ্গে আলাপ করতে পারেন তিনি। কারণ খালেদাকে দলের পরিস্থিতি আনুষ্ঠানিকভাবে সবসময় জানান মহাসচিব। 

এএইচআর/এসকেডি