ক্ষমতাসীন আওয়ামী লীগের তিন সংগঠনের ডাকা শান্তি সমাবেশ এরইমধ্যে শুরু হয়েছে। নেতাকর্মীদের উপস্থিতিতে পূর্ণ হয়ে উঠেছে সমাবেশস্থল।

দুপুরে নামা হঠাৎ বৃষ্টির পর নেতাকর্মীদের উপস্থিতির সংখ্যা আরও বাড়ছে। এরইমধ্যে গুলিস্তান জিরো পয়েন্ট পর্যন্ত নেতাকর্মীতে ভরে গেছে। সমাবেশের মঞ্চ থেকে দাবি করা হচ্ছে আজকের সমাবেশে ৫ লাখ লোকের সমাগম হবে।

শুক্রবার (২৮ জুলাই) দুপুর ২টা ৩০ মিনিটে সমাবেশস্থলে গিয়ে দেখা যায়, সমাবেশের মঞ্চে বিভিন্ন দেশাত্মবোধক গান পরিবেশন করা হচ্ছে। পাশাপাশি চলছে কবিতা আবৃত্তিও। গানের তালে ও আবৃত্তির সঙ্গে সঙ্গে দলীয় স্লোগান দিয়ে সমাবেশস্থল মুখর করে রেখেছেন যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

এদিকে দুপুর ২টার পর সমাবেশস্থলে আসতে থাকেন দলটির হেভিওয়েট নেতারা। তারা যখন বড় মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসছেন, তখন নেতাকর্মীরা আরও উজ্জীবিত হয়ে উঠছেন। দুপুর ২টা ৩০ মিনিটে সমাবেশ স্থলে বিশাল মিছিল নিয়ে আসেন আওয়ামী লীগ নেতা শামীম ওসমান। শামীম ওসমান সমাবেশ স্থলে আসার সঙ্গে সঙ্গে উপস্থিত সব নেতাকর্মী একযোগে স্লোগান দিতে থাকেন।

যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাড. কামরুল ইসলাম, অ্যাড. জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম ও ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।

সমাবেশ সঞ্চালনা করবেন যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।  

বিএনপি-জামায়াতের হত্যা, ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে এ শান্তি সমাবেশের ডাক দেয় আওয়ামী লীগের দুই সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ এবং ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ।

এমএসি/জেডএস