ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতারা। রোববার (১৩ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে শুরু হওয়া বৈঠক শেষ হয় সন্ধ্যা ৬টায়। বিএনপির পক্ষ থেকে অংশ নেন দলের প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।

বৈঠক শেষে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, আমন্ত্রণ পেয়ে দলের পক্ষ থেকে আমি এখানে এসেছি। বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হয়েছে, তা দলকে জানানো হবে।

আরও পড়ুন>>>পিটার হাসের বাসায় আ.লীগ, বিএনপি ও জাপার নেতারা

এ্যানী আরও বলেন, আমরা সবসময় ফ্রি ফেয়ার ইলেকশন চেয়েছি। কিন্তু গত কয়েকটি নির্বাচন এক দলীয় নির্বাচন হয়েছে। কোনো ফ্রি ফেয়ার ইলেকশন হয়নি। তবে, আমরা আশাবাদী এবার নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা অবাধ-সুষ্ঠু নির্বাচন হবে।

এছাড়া বৈঠকে আওয়ামী লীগের পক্ষ থেকে অংশ নিয়েছেন সংসদ সদস্য তামান্না নুসরাত বুবলি, নাহিম রাজ্জাক, মেজর রানা ও জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা ও জাতীয় সাংস্কৃতিক পার্টির সভাপতি শেরিফা কাদের।

এএইচআর/এসএম