বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের শান্তি সমাবেশ বিকেল ৩টায়
বিএনপিসহ বিরোধী দল ও জোটগুলোর যুগপৎ আন্দোলন ঠেকাতে শান্তি সমাবেশের আয়োজন করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।
শুক্রবার বিকেল ৩টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে মঞ্চ তৈরিসহ সব প্রস্তুতি শেষ হয়েছে।
বিজ্ঞাপন
এদিকে সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত ঘোষণা ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে যুগপৎ আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার কালো পতাকা মিছিল করার ঘোষণা দিয়েছে বিএনপিসহ বিরোধী দলগুলো।
এর প্রতিক্রিয়ায় শান্তি সমাবেশের আয়োজন করেছে ঢাকা দক্ষিণ আওয়ামী লীগ। দলের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ বলেন, আমরা শান্তি সমাবেশের সকল প্রস্তুতি সম্পূর্ণ করেছি। বিকেল ৩টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ শুরু হবে।
বিজ্ঞাপন
তিনি জানান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শান্তি সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী সভাপতিত্বে সমাবেশটি সঞ্চালনা করবেন দলের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির। সমাবেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও সঢাকক মহানগরের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।
এমএসআই/এমএসএ