বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, ভোটাধিকার প্রতিষ্ঠায় গণআন্দোলনের বিকল্প নেই। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পদত্যাগ এবং নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি আদায়ের লক্ষ্যে যুগপৎ ধারায় বৃহত্তর গণ-আন্দোলনের এক দফা দাবিতে রাজপথে আন্দোলন সংগ্রাম জোরদার করতে দলমত, জাতি-ধর্ম নির্বিশেষে সকলকে অংশগ্রহণ করতে হবে। নির্দলীয় সরকারের ঘোষণা না দেওয়া পর্যন্ত আমাদের শান্তিপূর্ণ আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে।  

শুক্রবার (২৫ আগস্ট) প্রেস ক্লাবের সামনে হামলা মামলা নির্যাতনের প্রতিবাদে ঢাকা মহানগর লেবার পার্টি কর্তৃক আয়োজিত কালো পতাকা মিছিলপূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন মানবাধিকার সংরক্ষণ সংস্থার চেয়ারম্যান অ্যাডভোকেট জহুরা খাতুন জুঁই, লেবার পার্টির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আমিনুল ইসলাম রাজু, হিন্দুরত্ম রামকৃষ্ণ সাহা, যুগ্ম-মহাসচিব নুরুল ইসলাম সিয়াম, আবদুর রহমান খোকন, মুফতি তরিকুল ইসলাম সাদী প্রমুখ।

সমাবেশ শেষে প্রেস ক্লাবের সামনে থেকে কালো পতাকা মিছিল শুরু করে তোপখানা রোড, সচিবালয়, বিজয়নগর হয়ে পল্টন মোড়ে এসে শেষ করে। 

ওএফএ/এসকেডি