‘সরকার দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে’
বক্তব্য রাখছেন মুহাম্মদ সাইদুর রহমান / ছবি - ঢাকা পোস্ট
সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোটের প্রধান সমন্বয়কারী এবং ইয়ুথ ফোরামের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমান বলেছেন, ‘বর্তমান সরকার দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে।’
শুক্রবার (২৫ আগস্ট) প্রেস ক্লাবের সামনে শেখ হাসিনার পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকার, তত্ত্বাবধায়ক সরকার গঠন এবং এক দফার দাবিতে আয়োজিত কালো পতাকা মিছিলপূর্ব সমাবেশে তিনি এ কথা বলেন।
বিজ্ঞাপন
মুহাম্মদ সাইদুর রহমান বলেন, ‘দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করে দিচ্ছে সরকার। তাদের সব আত্মীয়-স্বজনরা কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। আর এদিকে দেশের মধ্যবিত্ত পরিবারের মানুষেরা পরিবারের চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে। একদিন এসব কিছুর বিচার হবে। আমরা এ ফ্যাসিস্ট সরকারের অনতিবিলম্বে পদত্যাগ চাই। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়ে নিরপেক্ষ সরকার গঠন করতে হবে।’
তিনি বলেন, ‘তারেক রহমান ঘোষণা করেছেন- আপনারা যে যেখানে আছেন, সবাই মিলে এ ফ্যাসিস্ট এবং মাফিয়া সরকারের বিরুদ্ধে অবস্থান করুন। আমরা এ সংগঠন প্রতিষ্ঠা করার পর থেকে তারেক রহমানের দিকনির্দেশনা অনুযায়ী চলার চেষ্টা করছি।’
বিজ্ঞাপন
এসময় সমাবেশে উপস্থিত ছিলেন সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোটের সহ-সমন্বয়কারী অ্যাডভোকেট মাইনুদ্দিন মজুমদার, নাগরিক জোটের সভাপতি সৈয়দ ওমর ফারুক, ইয়ুথ ফোরামের সহ-সভাপতি রফিকুল ইসলাম তালুকদার রনি, যুগ্ম-সম্পাদক সাইফুল ইসলাম শুভ, আসাদুল হক প্রমুখ।
ওএফএ/এফকে